• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২০, ০৫:০২ পিএম
সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে

ঢাকা : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আজ টাকার অংকে সামান্য লেনদেন বেড়েছে। 

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক  ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১০ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৮টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫০ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ১১ লাখ টাকার।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!