• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে সূচক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২০, ০৪:২৬ পিএম
টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে সূচক

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রবস্থায় লেনদেন শেষ হয়েছে। দিনের শেষে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০১ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৬৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। যা আগের দিন থেকে ৩৮ কোটি ৩৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৬৮ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!