• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ডিএসইতে সূচক ও দেনদেন বেড়েছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২০, ০৩:০৯ পিএম
ডিএসইতে সূচক ও দেনদেন বেড়েছে

ঢাকা : সূচক ১০ পয়েন্ট বেড়ে ঊর্ধ্বমুখিতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে।

গত দুইদিন ধরে সূচক ও দর পতনে লেনদেন চললেও এদিন লেনদেনের প্রথম ঘণ্টা পর থেকেই  সবগুলো  সূচক বেড়েছে। এদিন সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪৮৩৩ পয়েন্টে দাড়িয়েছে।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসই সূত্রে  এ তথ্য জানা যায়।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, দর কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১টির।

টাকার অংকে এদিনে লেনদেন হয়েছে ৭৭১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!