• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সামিট অ্যালায়েন্স


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২০, ০২:২১ পিএম
সাপ্তাহিক দর পতনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দর কমার শীর্ষ ১০- এর তালিকায় প্রথমে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৩ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দর পতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে- বারাকা পাওয়ার লিমিটেড, তৃতীয় স্থানে সাফকো স্পিনিং মিলস, চতুর্থ স্থানে প্যাসিফিক ডেনিমস, পঞ্চম স্থানে কাট্টলী টেক্সটাইলস লিমিটেড, ষষ্ঠ স্থানে স্টাইল ক্রাফট, সপ্তম স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অষ্টম স্থানে দি পেনিনসুলা চিটাগাং, নবম স্থানে এস আলম কোল্ড রোল্ড স্টিল এবং দশম স্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!