• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

শাহ্জালাল ইসলামী ব্যাংকের আইসিএবি অ্যাওয়ার্ড লাভ


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২০, ০৪:২২ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আইসিএবি অ্যাওয়ার্ড লাভ

ঢাকা: ২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে ব্যাংকটি যৌথভাবে ২য় স্থান অর্জন করেছে। 

সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম. শহীদুল ইসলাম-এর হাতে পুরস্কার তুলে দেন। 

অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দিন, আর্থিক প্রতিবেদন কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মোঃ হামিদ উল্লাহ ভূঞা, আইসিএবি’র সভাপতি মোহাম্মদ ফারুক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই
 

Wordbridge School
Link copied!