ঢাকা: ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র আগামী ৩ ডিসম্বের (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটিরি লটারির ড্র ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়, যা চলে ১৬ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ারের বিনিময়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে শেয়ার ছাড়ে। যার বিপরীতে ৬৬৭ কোটি ২০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা প্রয়োজনীয় আবেদনের তুলনায় ৪১.৭০ গুন বেশী। ইন্স্যুরেন্স ইন্ডাষ্ট্রিতে বিনিয়োগের ইতিহাসে একটি অনন্য রেকর্ড এটি।
আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে ও এফডিআর এ বিনিয়োগ করবে ও আইপিও খরচ পরিচালনা করবে।
উল্লেখ্য, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১১ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০০ সালের ১২ জুন কার্যক্রম শুরু করে।
সোনালীনউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :