• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ফলাফল জানুন...


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২০, ০১:৩১ পিএম
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ফলাফল জানুন...

ফাইল ছবি

ঢাকা: ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানিটির লটারি ড্র হয়।

এর আগে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়, যা চলে ১৬ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। 

গত ২৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। এর পরিপেক্ষিতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ারের বিনিময়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে শেয়ার ছাড়ে। যার বিপরীতে ৬৬৭ কোটি ২০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা প্রয়োজনীয় আবেদনের তুলনায় ৪১.৭০ গুন বেশী। ইন্স্যুরেন্স ইন্ডাষ্ট্রিতে বিনিয়োগের ইতিহাসে এটি একটি অনন্য রেকর্ড।

জানা যায়, কোম্পানিটি আইপিওর টাকা দিয়ে পুঁজিবাজারে ও এফডিআর এ বিনিয়োগ করবে এবং আইপিও খরচ পরিচালনা করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১১ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০০ সালের ১২ জুন কার্যক্রম শুরু করে।

কোম্পানিটির আইপিও’র ফলাফল দেখতে নিচের ডাউনলোড অপশনে ক্লিক করুন

নাম  

Stock Exchange TREC No. / M.Bank SL No.

ডাউনলোড

Residents Bangladeshi

ডাউনলোড

Affected small investors(ASI)

ডাউনলোড

Non-Residents Bangladeshi

ডাউনলোড

All Eligible Investors (Pro-rata Allotment)

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!