• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ডমিনেজ স্টিল 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০২০, ০৩:৩০ পিএম
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ডমিনেজ স্টিল 

ফাইল ফটৈা

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার মধ্যে প্রথমে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। 

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচানায় শনিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

ছবি: ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

জানা যায়, বিদায়ী সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৫৯.৫৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটি সপ্তাহজুড়ে ১৬ কোটি ৮২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি ৬৫ হাজার ৬০০ টাকা।

দর বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে- ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড, তৃতীয় স্থানে ফরচুন সুজ লিমিটেড, চতুর্থ স্থানে রূপালী ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটড, পঞ্চম স্থানে ফাইন ফুডস লিমিটেড, স্থানে রয়েছে এক্সিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, সপ্তাম স্থানে ম্যাকসন্স স্পিনিং মিলস্ লিমিটেড, অষ্টম স্থানে রূপালি ইস্যুরেন্স লিমিটেড, নবম স্থানে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।  

সোনালীনিউজ/এএস/এমএইচ  

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!