• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কারখানা বন্ধের মেয়াদ বাড়াল অলটেক্স


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০২০, ০৩:২৬ পিএম
কারখানা বন্ধের মেয়াদ বাড়াল অলটেক্স

ঢাকা : দ্বিতীয় দফায় আরো ৩০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ।

রোববার  (২০ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্যাস লাইন পুনর্নির্মাণের জন্য আগামী ১৫ জানুয়ারির পর যেকোন দিন কোম্পানি চালুর তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে, আন্ডারগ্রাউন্ডে গ্যাস সংযোগ পুনর্নির্মাণের জন্য কোম্পানিটি আগামী ৩০ দিন পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইতোপূর্বে প্রথম দফায় ২ নভেম্বর থেকে পরবর্তী ৪৫ দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর পর্যন্ত কারখানা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছিল।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!