• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুই ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২০, ০৮:৫০ পিএম
দুই ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংক ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকটির ব্যাসেল – ৩ এর অধীনে টায়ার -২ মূলধন বাড়ানো জন্য ৭ বছর মেয়াদী আইবিবিএল চতুর্থ মুদারাবা রিডেম্বল নন-কনর্ভাটেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৭ বছরের মেয়াদে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করতে চায়।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ব্যাংক দুটি এই বন্ড ইস্যু করবে।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!