• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইতে বাজার মূলধন বাড়লো প্রায় ৯ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০২০, ০১:৪২ পিএম
ডিএসইতে বাজার মূলধন বাড়লো প্রায় ৯ হাজার কোটি টাকা

ফাইল ফটো

ঢাকা: সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন, সবগুলো সূচক এবং বাজার মূলধন বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইটে প্রাকাশিত গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত বাজার পর্যলোচনা করে এ তথ্য জানা গেছে।

ছবি: ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

জানা যায়, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ ডিসেম্বর) বাজার শুরুকালে ডিএসইর বাজার মূলধন ছিলো ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এসে দাঁড়ায় ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকায়। ফলে সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৮৪৭ কোটি ৩২ লাখ ৯ হাজার টাকা।

আর ডিএসইতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ ৫১ হাজার টাকা। যা গত কার্যদিবস বুধবারের থেকে ১৬০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা বেশি। এবং গত ২৮ জুনের থেকে ১ হাজার ১৩৭ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা কম। ওইদিন ডিএসইতে বছরের সর্বোচ্চ  ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা লেনদেন হয়েছিলো।

এদিকে, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!