• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
সেরা বার্ষিক প্রতিবেদন

“সাফা” পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২০, ০৪:৪৬ পিএম
“সাফা” পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

ঢাকা: ২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) পুরস্কার অর্জন করলো শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড যুগ্মভাবে প্রথম রানারআপ পুরস্কার অর্জন করেছে। 

বুধবার (২৩ ডিসেম্বর) “দ্যা ইনস্টিটিউট অব অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা” ডিজিটাল প্লাটফর্মে হাইব্রিড মডেলে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। যাতে সার্ক ভুক্ত সকল সিএ ইনস্টিটিউট অংশ গ্রহণ করে। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর অডিটরিয়াম থেকে বাংলাদেশের পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান গুলো জুমের মাধ্যমে শ্রীলংকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এবং আইসিএবি এর মাধ্যমে পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী সিএফও মোঃজাফর ছাদেক, এফসিএ, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সহ-সভাপতি একেএম দেলোয়ার হোসেন, এফসিএমএ-এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সভাপতি মোহাম্মদ ফারুক, এফসিএ এবং আইসিএবির কাউন্সিল সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর, এফসিএ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!