• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২০, ০৩:২৮ পিএম
ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ফটো

ঢাকা: দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৩০ ডিসেম্বর) বিএসইসির উপ-পরিচালক মো. ফারুক হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের অধীনে কমিশনের নিবন্ধকৃত ব্রোকারেজ হাউজের শাখা অফিস খোলা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!