• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২১, ১২:৩৪ পিএম
ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

ঢাকা : ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা মো. ফিরোজ আলম গত ২০১৯ সালের ৫ অক্টোবর ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি শেয়ারবাজারে ২৮ লাখ ১৯ হাজার ০০৩টি শেয়ার রেখে গেছেন। আজ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারগুলো আদালত কর্তৃক প্রদত্ত তাঁর উত্তরসূরিদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

তার উত্তরসূরিরা হলেন দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রী। তাদের মধ্যে মো. ফরিদুল আলম পেয়েছেন ৯ লাখ ৮৬ হাজার ৬৫১টি শেয়ার, মো. ফয়সাল আলম ৯ লাখ ৮৬ হাজার ৬৫১টি শেয়ার, মেসার্স রেজিনা আলম (কন্যা) ৪ লাখ ৯৩ হাজার ৩২৬টি শেয়ার এবং ৩ লাখ ৫২ হাহার ৩৭৫টি শেয়ার তাঁর স্ত্রী ফরিদা আক্তারকে দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!