• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

বছরের প্রথম সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে রবি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২১, ০৫:০৮ পিএম
বছরের প্রথম সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে রবি

ঢাকা : নতুন বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার লিমিটেড।

শনিবার (৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪১১ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮২ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

তালিকায় এরপর যথাক্রমে রয়েছে, দ্বিতীয় স্থানে জিবিবি পাওয়ার, তৃতীয় স্থানে একটিভ ফাইন, চতুর্থ স্থানে বে-লিজিংয়, পঞ্চম স্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ৬ষ্ঠ স্থান ন্যাশনাল ব্যাংক, সপ্তম স্থানে লংকাবাংলা ফাইন্যান্স, অষ্টম স্থানে এস এস স্টিল, নবম স্থানে সাইফ পাওয়া, এবং দশম স্থানে পাওয়ার গ্রীড।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!