• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা সিমেন্ট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২১, ১২:০১ পিএম
বিওতে লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা সিমেন্ট

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস কোম্পানি শেয়ারহোল্ডারের মাঝে সমাপ্ত অর্থবছরের (৩০ জুন ২০২০) বোনাস বিতরণ করেছে। 

রোববার (১০ জানুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ইতোমধ্যে ঘোষিত বোনাস শেয়ারহোল্ডারের মধ্যে বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, সিমেন্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও বাকি ৫ শতাংশ নগত বিতরণ করার কথা জানিয়েছি।  

বোনাস শেয়ারের নগদ লভ্যাংশ এবং বিক্রয় অর্থের অংশ থেকে বাংলাদেশ ইলেক্টনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিএফটিএন) সিস্টেমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে স্থানান্তরিত হবে। যাদের বিও অ্যাকাউন্ট বিইএফটিএন করা নেই তাদের পরে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, বিদায়ী বছরের ৭ ডিসেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!