• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

গরীব-দুঃস্থদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২১, ০৯:২২ পিএম
গরীব-দুঃস্থদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

প্রতিনিধি

ঢাকা : রাজধানী ঢাকার চকবাজারে বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এর কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকেসমাজের গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

রোববার (১০ জানুয়ারি) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। 

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এর সভাপতি আবু মোতালিব, এসোসিয়েশন এর সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মনা, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মানিক ও মোঃ জাফর ইকবাল, বেগম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী দীন মোহাম্মদ, এফবিসিসিআই এর পরিচালক হাফেজ মোহাম্মদ হারুন এবং ব্যাংকের প্রটোকল কর্মকর্তা কে. এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ
 

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!