• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২১, ১০:৪১ এএম
ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু 

ফাইল ফটো

ঢাকা: ফিক্সড প্রাইস পদ্ধতিতে ই-জেনারেশন লিমিটেডের আবেদন মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্রোকারেজ হাউজগুলোতে আইপিওর আবেদন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে।

এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকায় বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!