• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সূচকের পতনেও প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ৯৮০ কোটি ছাড়িয়েছে 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২১, ১১:৩২ এএম
সূচকের পতনেও প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ৯৮০ কোটি ছাড়িয়েছে 

ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ৯৮০ কোটি টাকা ছাড়িয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টা ৩০মিনিটে এরিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৬৭ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির। 

আলোচ্য সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৮০ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!