• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইতে বাজার মূলধনের রেকর্ড


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২১, ০৪:০৭ পিএম
ডিএসইতে বাজার মূলধনের রেকর্ড

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে এযাবতকালের সর্বোচ্চ বাজার মূলধনে রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই)। আজ ডিএসই বাজার মূলধন পাঁচ লাখ ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা পৌঁছায়। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। বাজার মূলধন ১১ হাজার ৩৯৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা বেড়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকার।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি বাজার মূলধন ১২ হাজার ৫০০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকায় পৌঁছায়। এদিনটিও বাজার মূলধন রেকর্ড পরিমাণে অবস্থান করে। আগের দিন অর্থাৎ ১১ জানুয়ারি বাজার মূলধন ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি ৬ লাখ ৮ হাজার টাকায়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!