• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দর পতনের শীর্ষে জিলবাংলা সুগার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২১, ০৫:৩৫ পিএম
দর পতনের শীর্ষে জিলবাংলা সুগার

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশ বা ১৭ টাকা ১০ পয়সা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ১৫৭ টাকা ১০ পয়সা।

বৃহস্পতিবার কোম্পানিটি ১৫১ বারে ১২ হাজার ২৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে ২য় স্থানে থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৪০ শতাংশ, তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএন স্পিনিংয়ের ৬ দশমিক ৫২ শতাংশ, চতুর্থ স্থানে থাকা তুংহাই নিটিংয়ের ৫ দশমিক ৫৫ শতাংশ, পঞ্চম স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ৫ শতাংশ, সপ্তম স্থানে থাকা আইটি কনসালটেন্টসের ৪ দশমিক ৮৭ শতাংশ, অষ্টম স্থানে থাকা আরামিট সিমেন্টের ৪ দশমিক ৭৩ শতাংশ, নবম স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭২ শতাংশ এবং দশম স্থানে থাকা পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!