• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দর বাড়ার শীর্ষে সিটি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২১, ০৪:২০ পিএম
দর বাড়ার শীর্ষে সিটি ব্যাংক

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রোববার কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫০ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪০ পয়সা।

রোববার কোম্পানিটি ৩ হাজার ৯৮৭ বারে ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে ২য় স্থানে থাকা তিতাস গ্যাসের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ, তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ৭ দশমিক ৮৬ শতাংশ, চতুর্থ স্থানে থাকা সোনালী আঁশের ৭ দশমিক ৪৮ শতাংশ, পঞ্চম স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্টের ৭ দশমিক ২৫ শতাংশ, ষষ্ঠ  থাকা সামিট পাওয়ারের ৬ দশমিক ৫৬ শতাংশ, সপ্তম স্থানে থাকা ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৮৪ শতাংশ, অষ্টম স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৭৬ শতাংশ, নবম স্থানে থাকা ডেসকো লিমিটেড এর ৫ দশমিক ৩ শতাংশ এবং দশম স্থানে থাকা ব্রাক ব্যাংক শেয়ার দর ৪ দশমিক ৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!