• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

খুলনায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২১, ০৪:২২ পিএম
খুলনায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের উদ্যোগে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের সদ্যবিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান এবং দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আনোয়ার হোসেন। 

আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীন। ব্যাংকের খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালাম-এর সভাপতিত্বে জোনের শাখাসমূহের ব্যবস্থাপক ও গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই
 

Wordbridge School
Link copied!