• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দর পতনের শীর্ষে পদ্মা অয়েল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২১, ০৪:৫৯ পিএম
দর পতনের শীর্ষে পদ্মা অয়েল

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা অয়েল লিমিটেড। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৭ টাকা ৪০ টাকা বা ৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২০৪ টাকা ৭০ পয়সা। গত কার্যদিবস সোমবার শেষে শেয়ারটির মূল্য ছিল ২২২ টাকা ১০ পয়সা।

মঙ্গলবার কোম্পানিটি ৩৭৫ বারে ৬৮ হাজার ৫৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা স্পিনার্স লিমিটেড এর শেয়ার দর কমেছে ৫ দশমিক ১২ শতাংশ বা ৪০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা। গত কার্যদিবস সোমবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৭ টাকা ৮০ পয়সা। 

আজ কোম্পানিটি ১৯৯ বারে ৭ লাখ ২১ হাজার ১৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক এর দর কমেছে ৪ দশমিক ৩০ শতাংশ বা ৪০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৮ টাকা ৯০ পয়সায়। গত কার্যদিবস সোমবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৯ টাকা ৩০ পয়সা। 

মঙ্গলবার কোম্পানিটি ২ হাজার ৯৩৪ বারে ৩ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৭২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ কোটি ৭০ লাখ টাকা।

দর পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা ডেসকো লিমিটেড এর ৩ দশমিক ৯৫ শতাংশ, পঞ্চম স্থানে থাকা জিলবাংলা লিমিটেড এর ৩ দশমিক ৬৮ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর ৩ দশমিক ৬৩ শতাংশ, সপ্তম স্থানে থাকা ফার্স্ট ফিন্যান্স এর ৩ দশমিক ২৭ শতাংশ, অষ্টম স্থানে থাকা আইএফআইসি ব্যাংক এর ৩ দশমিক ২৪ শতাংশ, নবম স্থানে থাকা এবি ব্যাংক এর ৩ দশমিক ১০ শতাংশ এবং দশম স্থানে থাকা লাফার্জহোলসিম লিমিটেড এর শেয়ার দর ৩ শতাংশ দর কমেছে। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!