• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

শেয়ারবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২১, ০৭:০৭ পিএম
শেয়ারবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না

প্রতিনিধি

ঢাকা : আইটি বিভাগে দুর্বলতা থাকলেও শেয়ারবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না বলে দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তৃপক্ষ। 

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জতে ডিএসইর কার্যালয়ে “Courtesy Meeting Between DSE Board  & Capital maket Journalists” শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তারা।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসইর পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী, শাহজাহান, মুনতাকিম আশরাফ, নাসরিন সুলতানা প্রমুখ।

ডিএসইর চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। ডিসেম্বর থেকে শেয়ারবাজারে তারা সুবাতাস বইছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএসই’র অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) সফটওয়্যার অনেক দুর্বলতা আছে। এরপরও ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এখন সার্ভিলেন্স অনেক শক্তিশালী।

সোনালীনিউজ/এএস/এমএএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!