ঢাকা: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৬ টাকা ৯০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৬০ পয়সায়। গত কার্যদিবস বুধবার শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৬৯ টাকা ৭০ পয়সা।
বুধবার কোম্পানিটি ১৮ বারে ২ হাজার ৫৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডে। আজ ফান্ডটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়। গত কার্যদিবস বুধবার শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ২৪ টাকা ৪০ পয়সা।
বৃহস্পতিবার কোম্পানিটি ১ হাজার ১৬৫ বারে ২২ লাখ ২১ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন তৃতীয় অবস্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ১৪ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সায়। গত কার্যদিবস বুধবার শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ১৭ টাকা ৫০ পয়সা।
আজ কোম্পানিটি ১ হাজার ৯৯০ বারে ৫১ লাখ ২৩ হাজার ৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকায় কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা জিবিবি পাওয়ারের দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, পঞ্চম স্থানে থাকা বিডি ফাইন্যান্সের ৭ দশমিক ৮১ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের ৭ দশমিক ৬৮ শতাংশ, সপ্তম স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৩৯ শতাংশ, অষ্টম স্থানে থাকা বিডি ল্যাম্পসের ৬ দশমিক ৮৫ শতাংশ, নবম স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৬০ শতাংশ এবং দশম স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৫৯ শতাংশ।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :