• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

ইসলামী ব্যাংক-এর চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০২১, ১০:৩৯ এএম
ইসলামী ব্যাংক-এর চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কক্সবাজারের বেষ্ট ওয়েষ্টার্ণ হেরিটেজ হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শাব্বির, জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে কক্সবাজার অঞ্চলের ৭ টি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংকের বিনিয়োগ, রেমিট্যান্স, আমদানী, রফতানীর সফলতার কথা উল্লেখ করে সাধারণ মানুষের ও গ্রাহকদের কল্যাণে নিয়োজিত থাকার জন্য উপস্থিত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।

সোনালীনিউজ/এসআই
 

Wordbridge School
Link copied!