• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

যে কারণে বেক্সিমকো’র মুনাফা বেড়েছে সাত গুণ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২১, ০৮:৫৬ পিএম
যে কারণে বেক্সিমকো’র মুনাফা বেড়েছে সাত গুণ

ফাইল ছবি

ঢাকা : করোনা মহামারির মধ্যে মুনাফা সাড়ে সাত গুণ বেড়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের। 

অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে (অক্টোবর-ডিসেম্বর’২০) দেখা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত বছরের (অক্টোবর-ডিসেম্বর’১৯) সময়ে এর পরিমাণ ছিলো ২৩ পয়সা।

এছাড়া (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৫৪ পয়সা।

অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন (৩১ ডিসেম্বর’২০) পর্যন্ত কোম্পানিটির মুনাফা হয়েছে ১৫৫.৭৪ কোটি টাকা। 

মুনাফা বৃদ্ধির কারণ সম্পর্কে কোম্পানিরি এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানির মুখপাত্র মো. আসাদ উল্লাহ বলেন, ‘আমাদের আয় বাড়ার মূলক কারণ হচ্ছে আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তৈরি পোশাক রপ্তানির পাশাপাশি করোনা মহামারিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই ও মাস্ক রপ্তানি বেড়েছে। যেকারণে কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে।’

সোনালীনিউজ/এএস/এমএএইচ

Wordbridge School
Link copied!