• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

দরপতনের শীর্ষে সিএন্ডএ টেক্সটাইল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২১, ০৩:৪৩ পিএম
দরপতনের শীর্ষে সিএন্ডএ টেক্সটাইল

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টপটেন লুজার বা দরপতনের তালিকায় উঠে এসেছে সিএন্ডএ টেক্সটাইল লিমিটেড।

সোমবার (২৫ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ বা ০ টাকা ২০ পয়সা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২ টাকা ০ পয়সা। গত কার্যদিবস রোববার দেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২ টাকা ২০ পয়সা।

রোববার কোম্পানিটি ৪৪৩ বারে ২২ লাখ ৭২ হাজার ৩০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেড এর শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭৯ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২৪ টাকা ৯০ পয়সা। গত কার্যদিবস রোববার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৭ টাকা ৩০ পয়সা। 

আজ কোম্পানিটি ৩ হাজার ৪৩৫ বারে ১ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ২৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেড দর কমেছে ৮ দশমিক ২৮ শতাংশ বা ৮ টাকা ৪০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৯৩ টাকা ০ পয়সায়। গত কার্যদিবস রোববার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ১০১ টাকা ৪০ পয়সা। 

আজ কোম্পানিটি ৩৬ বারে ৩ হাজার ২১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড দর কমেছে ৮ দশমিক ১৩ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ফ্যামিলি টেক্স লিমিটেড কোম্পানির ৬ দশমিক ৮৯ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা সাইফ পাওয়ার লিমিটেড এর ৬ দশমিক ১৬ শতাংশ, সপ্তম স্থানে থাকা সিটি ব্যাংক লিমিটেড এর ৫ দশমিক ৯০ শতাংশ, অষ্টম স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্স এর ৫ দশমিক ৭৭ শতাংশ, নবম স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ৫ দশমিক ৩৭ শতাংশ এবং দশম স্থানে থাকা সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড এর শেয়ার দর ৫ দশমিক ২৮ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!