• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শেয়ার দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২১, ০৫:৪৩ পিএম
শেয়ার দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ারের দর বাড়ার শীর্ষে স্থানে উঠে এসেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 

বুধবার (২৭ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৮ টাকা বেড়েছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৭০ টাকা।

বুধবার কোম্পানিটি ৮৭৩ বারে ১৬ হাজার ১৭০ বারে ৮ লাখ ৩৮ হাজার ৯৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৮ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড এর শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ২১ শতাংশ বা ৭ টাকা ৮০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪০ পয়সা। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারটির মূল্য ছিল ১০০ টাকা। 

আজ কোম্পানিটি ৫১৮ বারে ৩ লাখ ৫৯ হাজার ২২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড এর শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৯২ শতাংশ বা ৮০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ১০ টাকা ৯০ পয়সা। 

বুধবার কোম্পানিটি ৮৩৩ বারে ২২ লাখ ৪ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় চতুর্থ স্থানে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) দর বেড়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ, পঞ্চম স্থানে থাকা  হামিদ ফেব্রিক্স লিমিটেড এর ৬ দশমিক ২১ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের ৬ দশমিক ৯ শতাংশ, সপ্তম স্থানে থাকা সিটি ব্যাংকের ৫ দশমিক ৭২ শতাংশ, অষ্টম স্থানে থাকা বৃটিশ আমেরিকান ট্যোবাকোর (বেটবিসি) ৫ দশমিক ৫২ শতাংশ, নবম স্থানে থাকা এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড এর ৫ দশমিক ১৮ শতাংশ এবং দশম স্থানে থাকা আলিফ আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে এর শেয়ার দর ৪ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!