ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ার লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩৫ পয়সা। সে হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে ৬ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ৯০ পয়সা। সে হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় ছয় মাসে কোম্পানির আয় কমেছে ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ০২ পয়সা।
৩০ জুন ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা।
সোনালীনিউজ/এএস
আপনার মতামত লিখুন :