• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

আয় বেড়েছে বারাকা পাওয়ারের 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২১, ১১:৪৬ এএম
আয় বেড়েছে বারাকা পাওয়ারের 

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় সামান্য বৃদ্ধি পেয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করেছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্‌এস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬২ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৯ টাকা ৪৫ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ


 

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!