• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২১, ০৫:৩৫ পিএম
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শনিবার (৩০ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে গত ২৪-২৮ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি এসময়ে ২১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৪ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬৫ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এর দর বেড়েছে ১২ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৭৭ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর চতুর্থ অবস্থানে থাকা অগ্রাণী ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৩৮ শতাংশ, পঞ্চম স্থানে আমান ফিডের ৮ দশমিক ৭ শতাংশ,, ষষ্ঠ স্থানে ইউনাইটেড পাওয়ারের ৫ দশমিক ৯৭ শতাংশ, সপ্তম স্থানে মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৬৮ শতাংশ, অষ্টম স্থানে ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ৫ দশমিক শূন্য ৯ শতাংশ, নবম স্থনে বেঙ্গল ইউন্ডসর থার্মপ্লাস্টিকসের ৪ দশমিক ৫৫ শতাংশ এবং দশম স্থানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!