• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ফান্ড


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২১, ০৬:২০ পিএম
সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ফান্ড

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সাপ্তাহিক পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড।

শনিবার (৩০ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে গত ২৪-২৮ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৭ দশমিক ২৩ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১৩ কোটি ৬১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেড এর শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৩৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের দর কমেছে ১২ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পাটি সর্বমোট ৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৪ হাজার ৬০০ টাকা।

দর কমার শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা সোনালী আঁশের ১২ দশমিক ৪৪ শতাংশ, পঞ্চম স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৩৭ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের ১২ দশমিক ৩২ শতাংশ, সপ্তম স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের ১২ দশমিক ২৪ শতাংশ, অষ্টম স্থানে থাকা ইনটেক লিমিটেডের ১১ দশমিক ৮০ শতংশ, নবম স্থানে থাকা ইনট্রেকো রিফুয়েলিং স্টেশনের ১১ দশমিক ৫২ শতাংশ এবং দশম স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর দর কমেছে ১১ দশমিক ৫০ শতাংশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!