• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

ইনটেক লিমিটেডের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২১, ১১:৫৬ এএম
ইনটেক লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাত ইনটেক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের ৩০ জুন ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ ঘোষণা করেছে। 

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) পরিমান দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে শূন্য দশমিক ১২ পয়সা। 

এদিকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ কোম্পানির হেড অফিসে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ধরা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!