• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০২:৪৮ পিএম
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বিকন ফার্মা

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে বিকন ফার্মা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে (৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত) বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে দাম বেড়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ২৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিস। বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা। 

সপ্তাহজুড়ে দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের লিমিটেড এর দর বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৪ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।

তালিকার কোম্পানিগুলো মধ্যে চতুর্থ স্থানে থাকা রেকিট বেনকিজারের ৩ দশমিক ৫০ শতাংশ, পঞ্চম স্থানে থাকা বেক্সিমকোর ৩ দশমিক ০২ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ইউনিলিভারের ২ দশমিক ৮১ শতাংশ, সপ্তম স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ২ দশমিক ৬২ শতাংশ, অষ্টম স্থানে থাকা ব্যাংক এশিয়ার ২ দশমিক ৪৪ শতাংশ, নবম স্থানে থাকা এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২ দশমিক ২৭ শতাংশ এবং দশম স্থানে থাকা পদ্মা অয়েলের ১ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে সপ্তাহজুড়ে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!