• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ফান্ড


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৪:১৮ পিএম
সপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ফান্ড

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে (৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত) বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির সর্বমোট ৬ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৭৯  শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ১১ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা।

সপ্তাহজুড়ে পতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা এমআই সিমেন্টের দর কমেছে ১২ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পাটির সর্বমোট ৭৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১৪ লাখ ৮০ হাজার ২০০ টাকা।

তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৮৬ শতাংশ, পঞ্চম স্থানে থাকা সোনালী আঁশের ১১ দশমিক ৮১ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের ১১ দশমিক ৪৩ শতাংশ, সপ্তম স্থানে থাকা সিটি ব্যাংকের ১০ দশমিক ৮৯ শতাংশ, অষ্টম স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের ১০ দশমিক ৭৭ শতাংশ, নবম স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের ১০ দশমিক ৭১ শতাংশ এবং দশম স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের সপ্তাহজুড়ে দর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!