ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আরো পড়ুন : লুব-রেফের আইপিও লটারির ড্র ২৩ ফেব্রুয়ারি
কোম্পানি সূত্রে মতে, শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিলো ৪ টাকা ৫১ পয়সা।
শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিলো ৪ টাকা ০৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৪০ টাকা ৪১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি সম্পদের পরিমান (এনএভিপিএস) ছিলো ৩৭ টাকা ০৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি সম্পদের পরিমান (এনএভিপিএস) ছিলো ২৯ টাকা ৭৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ভার্চ্যুয়ালি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
সোনালীনিউজ/এএস
আপনার মতামত লিখুন :