• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সূচকের পতনে সপ্তাহ শেষ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৩:২৭ পিএম
সূচকের পতনে সপ্তাহ শেষ

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সুচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ টাকার অঙ্কে গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১৬৯ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই'র ব্রড ইনডেক্স ২৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৭৫ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএসই'র শরিয়ার সূচক ৮ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪২ দশমিক ৪৮ পয়েন্টে এবং ডিএসই'র-৩০ সূচক ১৪ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১০৫ দশমিক ৫৭ পয়েন্টে। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট। আজ লেনদেনে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৬টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএএইচ/এমএইচ

Wordbridge School
Link copied!