• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০২১, ০২:০৪ পিএম
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ফাইল ফটো

ঢাকা: সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। 

ডিএসইর (১৪-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত) সাপ্তাহিক বাজার পর্যালোচানায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৮৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১৫৬ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ( বিএটিবিসি) লিমিটেড, তৃতীয় স্থানে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, চতুর্থ স্থানে রবি আজিয়াটা লিমিটেড, পঞ্চম স্থানে লংকাবাংলা ফিন্যান্স, ষষ্ঠ স্থানে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, সপ্তাম স্থানে সামিট পাওয়ার লিমিটেড, অষ্টম স্থানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, নবম স্থানে বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও দশম স্থানে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!