• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনসিসিবিএল ফান্ড


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৪:২০ পিএম
সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনসিসিবিএল ফান্ড

ফাইল ফটো

ঢাকা: সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে গত ২২-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ৮৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ লাখ ৭১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৩৬ হাজার ৫শ’ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

তালিকায় তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইনিং লিমিটেডের দর কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পাটি সর্বমোট ৫ কোটি লাখ ২৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকা।

দর কমার শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের ৭ দশমিক ৬০ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ন্যাশনাল হাউজিংয়ের ৭ দশমিক ৫১ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬ দশমিক ৩৮ শতাংশ, সপ্তম স্থানে থাকা বেক্সিমকোর ৬ দশমিক ১৫ শতাংশ, অষ্টম স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫ দশমিক ৬৮ শতাংশ, নবম স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ৫ দশমিক ৬৪ শতাংশ, এবং দশম স্থানে থাকা মীর আখতার হেসাইনের শেয়ার দর সপ্তাহজুড়ে কমেছে ৫ দশমিক ৩৯ শতাংশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!