• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

লাফার্জহোলসিমের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২১, ০৯:৩৭ এএম
লাফার্জহোলসিমের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষে ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিদায়ী বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা।

আগামী ২২ এপ্রিল বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি (সিইও) (সিইও) রাজেশ কুমার সুরানা এই আর্থিক ফলাফল সম্পর্কে বলেন, “হেলথ, কস্ট এবং ক্যাশ এই তিন বিষয়ে আলোকপাত করার কারণেই কোম্পানি দারুন এই ফলাফল অর্জন করতে পেরেছে। সেই সাথে ডিজিটাল পদক্ষেপ ও উদ্ভাবনী ক্ষমতা এই ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।

সোনালীনিউজ/আরএইচ/এইচএন

Wordbridge School
Link copied!