• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সমতা লেদার ও লিব্রা ইনফিউশনের পর্ষদ সভা আজ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২১, ১১:১২ এএম
সমতা লেদার ও লিব্রা ইনফিউশনের পর্ষদ সভা আজ

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স ও লিব্রা ইনফিউশনের প্রান্তিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা রোববার (৭ মার্চ) অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এ দিন সমতা লেদারের পরিচালনা পর্ষদ সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

এদিকে, সমতা লেদারের মতোই লিব্রা ইনফিউশনসের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!