ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরও সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হয়েছে ৮৭০ কোটি টাকার বেশি।
রোববার (৭ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১২৫৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১৫৬ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টির।
আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৪ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকা।
সোনালীনিউজ/আরএইচ
আপনার মতামত লিখুন :