• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দর বাড়ার শীর্ষে লুব-রেফ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২১, ০৪:২৩ পিএম
দর বাড়ার শীর্ষে লুব-রেফ

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বাড়ার শীর্ষ স্থানে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (৯ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ বা ১৩ টাকা ৫০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৫০ পয়সা। কোম্পানির আজই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে। আইপিওতে লুব-রেফের শেয়ার ২৭ টাকা দরে বিক্রি করা হয়েছে।

আজ ৫ বারে কোম্পানিটির ৪২১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৭ হাজার টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৫০ শতাংশ বা ১৭ টাকা।  

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ টাকা। গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ১৭৯ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

মঙ্গলবার ১ হাজার ৪৭৭ বারে কোম্পানিটির ২ লাখ ১৭ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বার্জার পেইন্টসের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ বা ১০৬ টাকা ৮০ পয়সা।

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ টাকা ২০ পয়সা। গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ১ হাজার ৭০৯ টাকা ৪০ পয়সা।

আজ ২ হাজার ১৭৭ বারে কোম্পানিটির ৮৪ হাজার ৯২৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৫ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় চতুর্থ স্থানে থাকা জিকিউ বলপেনের ৬ দশমিক ০৩ বা ৮ টাকা ৫০ পয়সা, পঞ্চম স্থানে থাকা পেনিনসুলা চিটাগংয়ের ৫ দশমিক ১২ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা, ষষ্ঠ স্থানে থাকা লাফার্জ হোলসিমে ৫ দশমিক ০৮ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা, সপ্তম স্থানে থাকা রবি আজিয়াটার ৪ দশমিক শূণ্য ৮০ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা, অষ্টম স্থানে থাকা গোল্ডেন সনের ৪ দশমিক ৩৫ শতাংশ বা ৬০ পয়সা, নবম স্থানে থাকা শাইন পুকুর সিরামিকসের ৪ দশমিক ১০ শতাংশ বা ১ টাকা এবং দশম স্থানে থাকা পাওয়ার গ্রীডের শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ৫৩ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!