• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২১, ০২:৫৩ পিএম
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ফল প্রকাশ

ফাইল ফটো

ঢাকা: শেয়াবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, কোম্পানিটির আইপিওতে ১৬ কোটি টাকার বিপরীতে ৫৬.৯৮ গুন বা ৯১১ কোটি ৬৮ লাখ টাকার আবেদন জমা পরেছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ফল জানতে নিচের ডাউনলোড লেখা অপশনগুলোতে ক্লিক করুন...

 
নাম  ফলাফল
ট্রেক নম্বর/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নম্বর ডাউনলোড
সাধারণ বিনিয়োগকারী ডাউনলোড
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ডাউনলোড
প্রবাসী বিনিয়োগকারী ডাউনলোড


গত ২ ডিসেম্বর (বুধবার) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম নিয়মিত সভায় আইপিও’র অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৬০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৬ কোটি টাকা তুলবে। যা দিয়ে সরকারি ট্রেজারী বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচের কাজে ব্যবহার করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১১ টাকা ৬২ পয়সা।

উল্লেখ্য, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম এর মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীগণের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ড এর ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ (পঞ্চাশ) লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ০১ (এক) কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে চাঁদা গ্রহণের তারিখ ফেব্রুয়ারি, ২০২১ সময়ে নির্ধারিত হবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!