• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডিবিএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২১, ০৬:১৮ পিএম
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডিবিএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ফাইল ফটো

ঢাকা: বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপির সাথে সাক্ষাৎ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। 

বুধবার (১০ মার্চ) এসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রীর সাথে তার বেইলি রোডের সরকারি দপ্তরে সাক্ষাত করেন। এসময় দু’পক্ষের মধ্যে শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপ হয়। 

শরীফ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রোকারেজ হাউজ গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ব্রোকারেজ হাউজই একমাত্র প্রতিষ্ঠান যারা বিনিয়োগকারীদের বিও একাউন্ট খোলার মাধ্যমে তাদের শেয়ার ক্রয়-বিক্রয়ের কাজে সরাসরি সম্পৃক্ত থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। ব্রোকারেজ হাউজের এরুপ সেবা ও কার্যক্রমে বিনিয়োগকারীদের আস্থার জায়গা থেকেই তারা নিশ্চিন্তে ব্রোকারেজ হাউজে আসে এবং বিনিয়োগ কর্মকান্ডে যুক্ত হয়। 

প্রেসিডেন্ট দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং সম্প্রসারনে পুঁজিবাজারের ভূমিকা ও গুরুত্বের কথা তুলে ধরেন এবং পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের ব্যবসায়িক উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় বিরাজমান সমস্যার সমাধানে মন্ত্রীর নিকটসহ যোগীতা কামনা করেন। 

এসময়ে বাণিজ্য মন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগের সহিত শুনেন এবং তার মন্ত্রনালয় ভিত্তিক পুঁজিবাজার সংক্রান্ত যে কোন বিষয়ে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। 

সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক মো. সাইফুদ্দিনসহ ডিবিএর অন্যান্য পরিচালকরা পুঁজিবাজারের সমস্যা, সমাধানও সম্ভাবনা নিয়ে ইতিবাচক বক্তব্য রাখেন। 

সোনালীনিউজ/আরএইচ
 

Wordbridge School
Link copied!