• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২১, ০৫:২৫ পিএম
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএসইসি চেয়ারম্যান ও আইসিএমএবি প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রতিনিধিদল

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৬ মার্চ) বিএসইসি চেয়ারম্যানের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন তারা।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ড স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন।

চেয়ারম্যান দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এবং সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য এএসএম শায়খুল ইসলাম ও মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!