• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের নিম্নমুখী প্রবণতায় দর কমেছে ২৩৪ কোম্পানির 


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২১, ১১:১৩ এএম
সূচকের নিম্নমুখী প্রবণতায় দর কমেছে ২৩৪ কোম্পানির 

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের আজও নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। বিদায়ী সপ্তাহে সূচক ৮১ পয়েন্ট পতনের মধ্যদিয়ে সপ্তাহ শেষ হয়েছিল। এদিকে আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ৮৩ পয়েন্ট কমে লেনদেন চলচিল।  এসময় বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে।

রোববার (২১ মার্চ) বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি টাকার বেশি।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীর্ণশর্ট

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই'র ব্রড ইনডেক্স এসময় ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ২২৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ০৩৬ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। আলোচ্য সময়ে টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকা।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!