ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর ও ইউনিট কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।
বুধবার (২৪ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসই'র ব্রড ইনডেক্স এদিন ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ২২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২৪ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত আছে ৯৬টির।
টাকার অঙ্কে আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :